ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

দিল্লির রাস্তায় মোদীর ভাতিজির টাকা ও মোবাইল ছিনতাই!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
দিল্লির রাস্তায় মোদীর ভাতিজির টাকা ও মোবাইল ছিনতাই! দিল্লিতে বেড়ে গেছে ছিনতাইয়ের ঘটনা। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে ভরদুপুরে ছিনতাই হলো দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাতিজির মানিব্যাগ ও মোবাইল।

শনিবার (১২ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

প্রধানমন্ত্রীর ভাতিজি দময়ন্তী বেন মোদীর বরাত দিয়ে খবরে বলা হয়, মানিব্যাগে প্রায় ৫৬ হাজার রুপি ছাড়াও দু’টি মোবাইল আর জরুরি কাগজপত্র ছিল।

দুপুরে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি। এসময় দিল্লির পুরাতন রেলস্টেশন এলাকায় মোটরসাইকেলে করে দুই ছিনতাইকারী তার ব্যাগ টান দিয়ে নিয়ে যায়।

এসময় তিনি আহত হতে পারতেন বলে জানান দময়ন্তী।

ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মোটামুটি নিরাপদ এ এলাকাতেই যখন এমন ঘটনা ঘটে, তবে দিল্লির অন্য এলাকাগুলোতে অনিরাপত্তা সঙ্গী করে চলতে হয় তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

সম্প্রতি দিল্লিতে ছিনতাইয়ের ঘটনা অনেক বেড়ে গেছে। গত সপ্তাহে চিত্তরঞ্জন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় এক নারী আহত হয়েছেন।   

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
কেএসডি/ এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ