bangla news

এয়ার ইন্ডিয়ার ২ প্লেনে তীব্র ঝাঁকুনি, কেবিন ক্রু আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-২২ ১:১৭:২৬ পিএম
ঝাঁকুনিতে এলোমেলো প্লেনের ভেতরটা। ছবি: সংগৃহীত

ঝাঁকুনিতে এলোমেলো প্লেনের ভেতরটা। ছবি: সংগৃহীত

ভারতের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়ার দু’টি যাত্রীবাহী প্লেনে তীব্র ঝাঁকুনির (টারবুলেন্স) ঘটনায় তদন্ত শুরু হয়েছে। 

রোববার (২২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) এয়ার ইন্ডিয়ার এ৩২০ প্লেনটি ১৭২ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে কচি হয়ে থিরুভানাথানপুরাম যাচ্ছিল। মধ্যআকাশে হঠাৎ তীব্র ঝাঁকুনির শিকার হয় সেটি। এতে সামান্য ক্ষয়ক্ষতি হলেও প্লেনটি বড় দুর্ঘটনা এড়িয়ে নিরাপদেই অবতরণ করে। অবতরণের পরপরই সেটিকে পরীক্ষা করানো হয়। একারণে ফিরতি ফ্লাইটে বেশ কয়েক ঘণ্টা দেরি হয়।

এছাড়া, গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) একই প্রতিষ্ঠানের এ৩২১ প্লেনটি দিল্লি থেকে বিজয়াওয়াডা যাওয়ার পথে একই ভাবে ঝাঁকুনির শিকার হয়। এসময় এক কেবিন ক্রু আহত হন। প্লেনটি বর্জ্রঝড়ের কবলে পড়েছিল বলে জানানো হয়েছে।  

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ি পড়া ছবিতে দেখা যায়, প্লেনের ভেতর খাবার, খাবারের ট্রে, কাপড় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। আরেকটি ছবিতে এক কেবিন ক্রুকে আহত অবস্থায় দেখা গেছে। 

দু’টি ঘটনারই তদন্ত শুরু করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
একে

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-22 13:17:26