ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইসরায়েলে নির্বাচন আজ, কী আছে নেতানিয়াহুর ভাগ্যে?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
ইসরায়েলে নির্বাচন আজ, কী আছে নেতানিয়াহুর ভাগ্যে? পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বার নির্বাচন হচ্ছে ইসরায়েলে। ছবি: সংগৃহীত

ইসরায়েলে পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর)। বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ আরব বিশ্বের ভাগ্য অনেকটাই নির্ভর করছে এ নির্বাচনের ওপর। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সবশেষ জরিপ অনুসারে এবারের নির্বাচনেও নেতানিয়াহুর জয়ের সম্ভাবনা রয়েছে। তবে, সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডো লিবারম্যানের সঙ্গ ছাড়া সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তার জন্য বেশ কঠিন হবে।

গত ৯ এপ্রিল নির্বাচনের পর নেতানিয়াহুর সরকারে থাকতে অস্বীকৃতি জানান ক্ষমতাসীন জোটের এ শরিক।

ইসরায়েলের সরকার গঠনে দীর্ঘদিন ধরেই তুরুপের তাস অ্যাভিগডো লিবারম্যান। এবারের নির্বাচনেও যদি দেখা যায় সরকার গঠনে তাকে দরকার হচ্ছে নেতানিয়াহুর, তখনই আসল নাটক শুরু হবে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকেরা।
 
সবশেষ জনমত জরিপে বলা হচ্ছে, এবারের নির্বাচনে নেসেটের (ইসরায়েলি সংসদ) ১২০টি আসনের মধ্যে নেতানিয়াহুর দল পাবে ৫৮টি। লিবারম্যানের ‘ইসরায়েল বেইতেনু’ পাবে আটটি, যা গত এপ্রিলের নির্বাচনের চেয়ে অন্তত তিনটি বেশি। অপরদিকে, বেনি গ্যান্টজের নেতৃত্বাধীন প্রধান বিরোধী জোট কমপক্ষে ৫৩টি আসনে জয়লাভ করবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, ১২ শতাংশ ভোটার এখনো নির্বাচনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি।  

শুধু জোটের ক্ষেত্রেই নয়, ব্যক্তিগতভাবেও দুর্ভাগ্য তাড়া করছে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীকে। ইরান ও ফিলিস্তিনের বিষয়ে উচ্চাভিলাষসহ বেশ কিছু দুর্নীতির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। যদিও, এসব অভিযোগ সত্ত্বেও জনগণের কাছে এখনো বেশ জনপ্রিয় নেতানিয়াহু। তাই, নির্বাচনে জনপ্রিয়তা নাকি বাস্তবতা জয়লাভ করবে, তা জানা যাবে শিগগিরই।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।