ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সুদানে বন্যায় ৬২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
সুদানে বন্যায় ৬২ জনের প্রাণহানি বন্যায় ৩৭ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা: সুদানে ভারী বৃষ্টিপাত ও বন্যায় অন্তত ৬২ জন মারা গেছেন। 

সোমবার (২৬ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, উত্তর আফ্রিকার দেশটিতে গত জুলাই থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে। এতে ১৫টি রাজ্যের দুই লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

 

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় হোয়াইট নীল এলাকা। জাতিসংঘ জানিয়েছে, বন্যায় অন্তত ৩৭ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

অক্টোবর মাস জুড়েও বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকার সম্ভবনা রয়েছে। একারণে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ