ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে নৌডুবিতে শতাধিক অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
লিবিয়া উপকূলে নৌডুবিতে শতাধিক অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

লিবিয়া উপকূলে নতুন করে নৌকাডুবির ঘটনায় শতাধিক অভিবাসীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২০ আগস্ট) আন্তর্জাতিক দাতব্য চিকিৎসক সংস্থা মেডিসিন সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বিবৃতিতে এ কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, সঙ্গত সব কারণেই আমরা আশঙ্কা করছি যে, শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

কিন্তু নিশ্চিত ভাবে কেউ কোনো দিন তা জানতে পারবে না।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ ব্যাপারে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে লিবিয়ার কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাদের পাওয়া যায়নি।

ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমাতে অভিবাসী ও শরণার্থীদের কাছে লিবিয়া একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট র‍্যুট।

গত মাসেও দেশটির রাজধানী ত্রিপোলির পূর্বে কোমাস উপকূলে প্রায় আড়াইশ’ অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে যায়। যাত্রীদের মধ্যে বেশিরভাগই ইরিত্রিয়া ও সাব-সাহারা অঞ্চলের নাগরিক।

পরে লিবিয়ার কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা একশ’ ৩৪ জনকে উদ্ধার করে। আরও প্রায় একশ’ ১৫ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। চলতি বছরেই ভূ-মধ্য সাগরে নৌকাডুবিতে ছয় শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।  

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।