ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

বারান্দা থেকে ময়লা ফেললেই জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
বারান্দা থেকে ময়লা ফেললেই জরিমানা বারান্দা দিয়ে ময়লা ফেললে জরিমানা হবে। ছবি: সংগৃহীত

ঢাকা: কষ্ট করে ডাস্টবিন পর্যন্ত না গিয়ে বারান্দায় দাঁড়িয়ে নিচে ময়লা ফেলার অভ্যাস আছে অনেকেরই। আমাদের দেশে তো এ ঘটনা অহরহই দেখা যায়। কিন্তু, একই কাজ যদি সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে করতে যান, তাহলে কিন্তু সমস্যা। গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। 

শহরটির পরিচ্ছন্নতা বিভাগের প্রধান মোহাম্মদ আলী আল কাবি জানিয়েছেন, এখন থেকে শারজাহতে কেউ বারান্দা থেকে ময়লা বাইরে ফেললে তাকে পাঁচশ’ দিরহাম (প্রায় ১১ হাজার টাকা) জরিমানা দিতে হবে।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসকে তিনি জানান, শহরের প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কিছু বেপরোয়া মানুষ আইন-কানুন মানতে চান না। শহরের বাসিন্দাদের কাছ থেকে প্রতিবেশীদের এমন খামখেয়ালি আচরণের বিষয়ে অসংখ্য অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে জরিমানার এ ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ।  

বহুতল ভবনগুলোর সামনে জরিমানার বিষয়ে সতর্কতামূলক সাইনবোর্ড টানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad