ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

লাওসে বাস দুর্ঘটনায় ১৩ চীনা পর্যটক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
লাওসে বাস দুর্ঘটনায় ১৩ চীনা পর্যটক নিহত

ঢাকা: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে বাস দুর্ঘটনায় ১৩ জন চীনা পর্যটক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চালকসহ বাসে থাকা আরও ৩১ চীনা পর্যটক।

মঙ্গলবার (২০ আগস্ট) চীনা কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সোমবার (১৯ আগস্ট) ৪৪ জন চীনা পর্যটককে নিয়ে বাসটি লাওসের রাজধানী ভিয়েনতিয়ানি থেকে দেশটির উত্তরাঞ্চলের পর্যটন শহর হিসেবে খ্যাত লুয়াং প্রাবাংয়ে যাচ্ছিল।

যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটলে ১৩ চীনা পর্যটক নিহত হন। আহত হন বাসটিতে থাকা আরও ৩১ চীনা পর্যটকও, যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। এছাড়া বাসটির চালক ও স্থানীয় এক টুরিস্ট গাইডও আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকিদের বিশ্রামের জন্য হোটেলে পাঠিয়ে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।