ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সৌদিতে বাস দুর্ঘটনায় বাংলাদেশি হাজির মৃত্যু, আহত ২২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
সৌদিতে বাস দুর্ঘটনায় বাংলাদেশি হাজির মৃত্যু, আহত ২২ ম্যাপ

আন্তর্জাতিক ডেস্ক: হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের জন্যে মদিনা যাওয়ার পথে বাস দুর্ঘটনায় বাংলাদেশি হাজিদের মধ্যে একজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। 

শুক্রবার (১৬ আগস্ট) রাত সোয়া ১১টায় (স্থানীয় সময়) ওয়াদি ফারা নামক স্থানে বাসের চাকা বিস্ফোরণ হলে এ দুর্ঘটনা ঘটে।  

বাসটির যাত্রীরা স্কাই ট্রাভেল এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যান হজ পালনের জন্যে।

     

নুরুল ইসলাম (৭০) নামে দুর্ঘটনায় মারা যাওয়া হাজির গ্রামের বাড়ি ফেনী সদরে।

বাসটিতে মোট ৩৫ জন হাজি ছিলেন। আহতদের মদিনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
আরকেআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ