ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

প্লেন দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণরক্ষা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
প্লেন দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণরক্ষা দুর্ঘটনা কবলিত প্লেন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত

ঢাকা: প্লেন দুর্ঘটনায় পড়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সাবেক রেসিং তারকা ডেল আর্নহার্ড জুনিয়র, তার স্ত্রী ও কন্যা।  

বৃহস্পতিবার (১৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের টেনেসিতে স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্লেনটি এলিজাবেথটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে অবতরণের পর এটিতে হঠাৎ আগুন ধরে যায়।

এতে স্ত্রী-কন্যা অক্ষত অবস্থায় বের হতে পারলেও আহত হন আর্নহার্ড। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেটিভ ও দ্য ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড প্লেন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

ডেল আনহার্ড জুনিয়র রেসিং কোম্পানি নাসকারের চালক ছিলেন। তিনি দু’বার ডেটোনা ৫০০ শিরোপা জিতেছেন। ২০১৭ সালে অবসরের পর এখন এবিসি স্পোর্টসে নাসকারের ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad