ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কায়রোতে বিস্ফোরণে নিহত ১৯, আহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
কায়রোতে বিস্ফোরণে নিহত ১৯, আহত ৩২

ঢাকা: মিশরের রাজধানী কায়রোতে বিস্ফোরণে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন।

সোমবার (০৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কায়রোতে অবস্থিত ইজিপ্ট ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের বাইরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে এখন পর্যন্ত ১৯ জন নিহত ও অন্তত ৩২ জন আহত হয়েছেন।

দেশটির কর্তৃপক্ষের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ইনস্টিটিউটের দ্বিতীয় তলায় একটি গ্যাস ট্যাংক থেকে এ বিস্ফোরণের উৎপত্তি বলে ধারণা করা হচ্ছে।  

তবে পরবর্তীতে এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ট্রাফিক নিয়ম না মেনে চালিয়ে আসা একটি গাড়ির সঙ্গে অপর আরও তিনটি গাড়ির সংঘর্ষ হওয়ায় এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় একটি অনলাইনভিত্তিক গণমাধ্যম জানায়, বিস্ফোরণের পর ঘটনাস্থলের আশপাশের অনেক ভবন কেঁপে ওঠে। এতে ক্যান্সার ইনস্টিটিউটের সামনে থাকা বহু গাড়ি পুড়ে যায়। এছাড়া ইনস্টিটিউটে থাকা রোগী, চিকিৎসকসহ অন্যান্য সবাইকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

বিস্ফোরণের কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad