ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কাশ্মীর নিয়ে ট্রাম্পের প্রস্তাব ফের প্রত্যাখ্যান ভারতের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
কাশ্মীর নিয়ে ট্রাম্পের প্রস্তাব ফের প্রত্যাখ্যান ভারতের

ঢাকা: ‘কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে’ ট্রাম্পের এ প্রস্তাব ফের প্রত্যাখ্যান করেছে ভারত।

শুক্রবার (২ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ‘কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান দেশ দু’টির মধ্যকার দ্বন্দ্বের সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে যুক্তরাষ্ট্র’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন প্রস্তাব ফের প্রত্যাখ্যান করেছে ভারত।

শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে পূর্ব এশিয়ার একটি সম্মেলন চলাকালীন সাক্ষাৎকালে এ বিষয় নিয়ে কথা হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মধ্যে।

এক টুইট বার্তায় এস জয়শঙ্কর বলেন, কাশ্মীর ইস্যুতে মাইক পম্পেওর সঙ্গে আমার কথা হয়েছে। আমি পম্পেওকে বলেছি যে, কাশ্মীর দ্বন্দ্ব সমাধানে ভারত শুধু পাকিস্তানের সঙ্গেই আলোচনা করবে। এতে অন্য কোনো দেশের হস্তক্ষেপ ভারত চায় না। ভারত ও পাকিস্তান- কেবল এ দু’দেশের মধ্যকার সমঝোতার মাধ্যমেই এ দ্বন্দ্বের সমাধান হতে পারে।

কাশ্মীর ইস্যু সমাধানে আন্তর্জাতিক হস্তক্ষেপ বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে ভারত। অন্যদিকে এ ইস্যুতে বহুবার আন্তর্জাতিক সহায়তা চেয়েছে পাকিস্তান।  

এর আগে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে বলেছেন, কাশ্মীর ইস্যুর সমাধানে যুক্তরাষ্ট্র ‘মধ্যস্থতাকারী কিংবা বিচারক’ কোন ভূমিকায় থাকবে? তবে ট্রাম্পকে এ ধরনের কোনো কথা বলা হয়নি বলেই দাবি করেছে ভারত।  

এর মধ্যে সর্বশেষ বৃহস্পতিবার (১ আগস্ট) ট্রাম্প গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র অবশ্যই মধ্যস্থতাকারী হিসেবে এ দু’দেশের মধ্যকার সমস্যার সমাধান করতে চায়। অবশ্য যদি তারা এটি চায়। তবে মূল সিদ্ধান্ত দেশ দু’টির প্রধানমন্ত্রীই নেবেন।

আর এর জেরেই এ ইস্যুতে ফের ভারতের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।