ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মিয়ানমারে ভূমিধসে ১৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
মিয়ানমারে ভূমিধসে ১৭ জনের প্রাণহানি

ঢাকা: মিয়ানমারে একটি জেড খনিতে ভূমিধসে তিন নিরাপত্তাকর্মীসহ ১৭ জনের প্রাণহানি হয়েছে। 

সোমবার (২৯ ‍জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।  

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রোববার (২৮ জুলাই) সকালে দেশটির কাচিন রাজ্যের পাকান্ত শহরের শেখমু গ্রামের কাছে অবস্থিত একটি জেড খনিতে এ ভূমিধসের ঘটনা ঘটে।

এতে তিন নিরাপত্তাকর্মীসহ ১৭ জনের প্রাণহানি হয়। এ ঘটনায় এখনও আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, এখনও ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এছাড়া ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুই পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে এপ্রিলেও পাকান্ত শহরের একটি জেড খনিতে ভূমিধসের ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছিল।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুলাই, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।