ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সীমান্ত থেকে দু’বার রাশিয়ান জেট তাড়ালো দক্ষিণ কোরিয়া 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
সীমান্ত থেকে দু’বার রাশিয়ান জেট তাড়ালো দক্ষিণ কোরিয়া  প্রতীকী ছবি

ঢাকা: আকাশসীমা লঙ্ঘন করায় পরপর দু’বার রাশিয়ান জেট প্লেনকে সীমান্ত থেকে তাড়িয়েছে দক্ষিণ কোরিয়া। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, বুধবার (২৩ জুলাই) দক্ষিণ কোরিয়া অধিকৃত ডকডো দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এদিন সকাল ৯টার দিকে দু’টি চীনা সামরিক প্লেনের সঙ্গে মহড়া দিচ্ছিল তিনটি রুশ জেট।

এরমধ্যে একটি হঠাৎ করে দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় চলে আসে। সঙ্গে সঙ্গে দেশটির যুদ্ধবিমান রুশ জেটটিকে তাড়া করে ও সতর্কতামূলক গুলি চালিয়ে এলাকাছাড়া করে।

এর ২০ মিনিট পরই রুশ জেটটিকে আবার দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় দেখা যায়। এবারও সেটিকে তাড়া করে সীমানা পার করে দিয়ে আসে কোরিয়ান যুদ্ধবিমান।

এ ঘটনায় রাশিয়া ও চীন দুই দেশের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।  

চীন প্রায়ই দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করলেও রাশিয়ার ক্ষেত্রে এ ঘটনা এবারই প্রথম।

ডকডো দ্বীপটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে। নিজেদের দাবি করা এ দ্বীপটিকে তাকেশিমা নামে ডাকেন জাপানিরা।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ