bangla news

পর্তুগালের দাবানল নিয়ন্ত্রণে ‘সবচেয়ে বড় অভিযান’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-২২ ৩:৫৪:০৪ এএম
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন শত শত দমকলকর্মী। ছবি: সংগৃহীত

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন শত শত দমকলকর্মী। ছবি: সংগৃহীত

ঢাকা: পর্তুগালে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। শত শত দমকলকর্মীর পাশাপাশি সেখানে কাজ করছে অসংখ্য গাড়ি, প্লেন ও হেলিকপ্টার। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত শনিবার (২০ জুলাই) দেশটির ক্যাসেলা ব্রাঙ্কো এলাকার পাহাড়ি জঙ্গলে আগুন লাগে, যা ঝড়ো বাতাসের কারণে দ্রুতই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়েছে। এলাকার সব সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়ছে।

আগুনে এ পর্যন্ত অন্তত আট জন দমকলকর্মী ও ১২ সাধারণ নাগরিক আহত হয়েছেন।  

জানা যায়, দাবানলের তিনটি বড় অংশে আগুন নেভাতে হেলিকপ্টার ও ট্যাংকার প্লেন ব্যবহার করো হচ্ছে।

ভিলা দেল রে শহরের দাবানল নিয়ন্ত্রণে অংশ নিয়েছেন ৮শ’ দমকলকর্মী, ২৪৫টি গাড়ি, ১৩টি প্লেন ও হেলিকপ্টার। এ কাজে সাহায্য করছে দেশটির সেনাবাহিনীও।

পাহাড়ি দেশ পর্তুগালে প্রায় প্রতি বছরই দাবানলের ঘটনা ঘটে। ২০১৭ সালে এমন এক ঘটনায় কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছিলেন। 

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
একে

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-22 03:54:04