ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

বিজেপিতে ভিড়লেন পার্নো মিত্র-ঋষিসহ ১৩ তারকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
বিজেপিতে ভিড়লেন পার্নো মিত্র-ঋষিসহ ১৩ তারকা

ঢাকা: ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের ১৩ জন অভিনয়শিল্পী।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানী দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তারা বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।  

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বহুদিন ধরেই টালিগঞ্জের এ অভিনেতারা বিজেপিতে যোগ দেবেন বলে গুঞ্জন চলছিল।

সবশেষ বুধবার (১৭ জুলাই) এ উদ্দেশে তারা কলকাতা ছেড়ে দিল্লির উদ্দেশে রওয়ানা হয়।  

পরবর্তীতে বৃহস্পতিবার দিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে গেরুয়া ও সবুজ রঙের উত্তরীয় পরিধানের মাধ্যমে পশ্চিমবঙ্গের এ তারকারা বিজেপিতে যোগ দেন। এ সময় পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলিপ ঘোষসহ দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

পশ্চিমবঙ্গের এ তারকারা হলেন- পার্নো মিত্র, ঋষি কৌশিক, কাঞ্চনা মিত্র, রূপাঞ্জনা মিত্র, বিশ্বজিৎ গাঙ্গুলী, দেব রঞ্জন নাগ, অরিন্দম হালদার, মৌমিতা গুপ্ত, অনিন্দ ব্যানার্জি, সৌরভ চক্রবর্তী, রূপা ভট্টাচার্য, অঞ্জনা বাসু ও কৌশিক চক্রবর্তী।  

সংবাদ সম্মেলনে দিলিপ ঘোষ বলেন, বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের কেউ বিজেপিতে যোগ দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। কারণ সেখানকার ক্ষমতাসীন দলের লোকজন তাদের ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্নভাবে হেনস্তা করতে পারে।  

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলে বহু আগ থেকেই রয়েছে অনেক তারকা। এবারের লোকসভা নির্বাচনেই তৃণমূলের হয়ে লড়ে জয়ী হয়েছেন পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন তারকা। তারা হলেন- অভিনেত্রী নুসরাত জাহান, মিমি চক্রবর্তী ও শতাব্দী রায় এবং অভিনেতা দেব। এছাড়া বিখ্যাত অভিনেত্রী মুনমুন সেনও তৃণমূলের হয়ে লড়েছিলেন। তবে তিনি জয়ী হননি।

তারকা সংখ্যা একদমই কম ছিল বিজেপিতে। এবার পশ্চিমবঙ্গের এ তারকারা গেরুয়া শিবিরে যোগ দেওয়ায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সুফল ভোগ করবে বিজেপি- এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ এখানকার জনপ্রিয় এ শিল্পীদের অনেক ভক্তই হয়তো এখন থেকে বিজেপির সমর্থনেই থাকবে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।