bangla news

অল্পের জন্য প্রাণরক্ষা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১৬ ৯:৪৪:৩৫ এএম
ধ্বংসস্তূপে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গাড়ি। ছবি: সংগৃহীত

ধ্বংসস্তূপে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গাড়ি। ছবি: সংগৃহীত

ঢাকা: ফাঁকা রাস্তায় নিরিবিলি হেঁটে যাচ্ছেন এক নারী। আচমকা পাশের উঁচু দেয়াল ধসে পড়লো সামনে। ক্ষণিকের হেরফের হলেই তিনি চাপা পড়তে পারতেন ওই ধ্বংসস্তূপের নিচে। যেন, মৃত্যুকে খুব কাছ থেকে দেখে ফিরলেন ওই ভাগ্যবান নারী! ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এ ভিডিওটি।

জানা যায়, সম্প্রতি চীনের গাংঝো শহরে ঘটেছে এ ঘটনা।

ভিডিওতে দেখা যায়, ওই নারী একা একা রাস্তা দিয়ে হেঁটে আসছেন। হঠাৎ বিশাল দেয়াল ধসে পড়লো তার সামনে। কোনোমতে সেখান থেকে দৌঁড়ে সরে পড়েন তিনি। 

এ ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও ধ্বংসস্তূপে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গাড়ি।

কয়েকদিন আগে ভারতের মুম্বাই শহরেও ঘটেছে এ ধরনের একটি ঘটনা। রাতে ঘুমিয়ে থাকার সময় হঠাৎ একটি পরিবারের ওপর দেয়াল ধসে পড়লেও, ভাগ্যগুণে বেঁচে যায় ছয় মাসের এক শিশু।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
একে

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-16 09:44:35