ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আসামে বন্যায় প্রাণহানি ৬, বাস্তুচ্যুত ৭ হাজার মানুষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
আসামে বন্যায় প্রাণহানি ৬, বাস্তুচ্যুত ৭ হাজার মানুষ বন্যার কারণে বাড়িঘর ছেড়ে যাচ্ছেন মানুষ, ছবি: সংগৃহীত

ঢাকা: মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের আসামে বন্যা লেগে গেছে। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটির ২৭টি জেলার অন্তত ২১টিই তলিয়ে গেছে বন্যার পানিতে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন আট লাখেরও বেশি মানুষ। নিহত হয়েছেন অন্তত ছয়জন

বিশ্বের সবচেয়ে বড় নদীগুলোর একটি ব্রহ্মপুত্র। এ নদের পানি আসামের বৃহত্তম সিটি গোহাটি দিয়ে ঢুকেছে।

যার প্রভাব পড়েছে রাজ্যটির নিম্নাঞ্চলে। এছাড়া এদিকের বাকি আরও পাঁচটি নদীর পানিও বিপদসীমার ওপরে আছে।

বন্যা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে শুক্রবার (১২ জুলাই) থেকে রাজ্যটির সব ফেরি চলাচল সেবা বন্ধ রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা।

তারা বলছেন, এ সপ্তাহে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের এমন পূর্বাভাস পেয়ে সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

কর্মকর্তারা এও বলছেন, বন্যার পানিতে এ অঞ্চলের ২৭ হাজার হেক্টরেরও বেশি ফসলি জমি তলিয়ে গেছে। এছাড়া বন্যার কবলে পড়ে সাত হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তারা রাজ্যের ৬৮টি রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।