ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

দুর্নীতির সঙ্গে আপস না করায়…

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জুন ২২, ২০১৯
দুর্নীতির সঙ্গে আপস না করায়… স্কুলের নিচে পাওয়া গেছে শিক্ষকের দেহাবশেষ। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রায় ১৬ বছর আগে নিখোঁজ হয়েছিলেন দেং শিপিং নামে এক চীনা শিক্ষক। গত বৃহস্পতিবার (২০ জুন) খোঁড়াখুঁড়ির সময় স্কুলের নিচে পাওয়া গেছে তার দেহাবশেষ। 

শনিবার (২২ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, হুয়াইহুয়া শহরের জিনহুয়াং মিডল স্কুলের নিচে দেং শিপিংয়ের দেহাবশেষ পাওয়া যায়।

এ ঘটনায় জড়িত সন্দেহে সাত জনকে গ্রেফতার করা হয়েছে।

এদের মধ্যে এক জন ২০০৩ সালে ওই শিক্ষককে হত্যা করে পুঁতে ফেলার কথা শিকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

দেং শিপিংয়ের ছেলে স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, বাবাকে স্কুলের ক্রীড়া ভবনের নির্মাণকাজ দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল। এসময় তিনি দু শাওপিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন।

‘নির্মাণকাজে স্কুলের অধ্যক্ষের আত্মীয়রা জড়িত ছিলেন। তার (দেং শিপিং) বিশ্বাস ছিল, তারা কাজে ফাঁকি দিচ্ছে ও নির্মাণকাজের মান খুব খারাপ হচ্ছে। এজন্য তিনি কাজের অনুমতিপত্রে সই করতে রাজি হননি। এ নিয়ে কাউন্টি সরকারের কাছে অভিযোগও করেছিলেন। পরে, আর তার খোঁজ পাওয়া যায়নি।  

শিপিংয়ের ভাইয়ের দাবি, গোপন তথ্য ফাঁস করার কারণেই তাকে গুম করা হয়।

মরদেহ আরও পরীক্ষা করা হবে। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ২২, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।