bangla news

বিহারে তাপদাহে ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-১৬ ৪:১৬:৫০ পিএম
জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের বিহারে তীব্র তাপদাহে গত ২৪ ঘণ্টায় অন্তত ৪৫ জন মারা গেছেন, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও শতাধিক মানুষ।

রোববার (১৬ জুন) এ তথ্য জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শনিবার (১৫ জুন) বিহারের আওরঙ্গবাদ, গয়া ও নওয়াদা জেলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। এদিন গয়া ও পাটনায় তাপমাত্রার পারদ উঠেছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 

আওরঙ্গবাদের সিভিল সার্জন ড. সুরেন্দ্র প্রসাদ সিং শনিবার মধ্যরাত পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আরও কয়েক ডজন মানুষ চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।

গয়ার জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক সিং সেখানে ১৪ জনের মৃত্যুর খবর জানিয়েছেন। আর নওয়াদা জেলায় গরমে মারা গেছেন পাঁচ জন। এ জেলা দু’টিতে ৬০ জনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। 

বিহারের মুখ্যমন্ত্রী এক দিনে এত মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছেন। এছাড়া, ভুক্তভোগী পরিবারকে ৪ লাখ রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

তীব্র তাপদাহের কারণে রাজ্যে বিশেষ সতর্কতা জারি করেছে বিহার প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাইরে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
একে

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-16 16:16:50