ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপলো নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপলো নিউজিল্যান্ড

ঢাকা: সাত দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড।

রোববার (১৬ জুন) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যম জানায়, রোববার স্থানীয় সময় ভোর ৪টা ৫৫ মিনিটে দেশটির এনগুংরু শহর থেকে ৮৭৩ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলের কেরমাদিক দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে।

এর গভীরতা ছিলো ১০ কিলোমিটার।

ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পরপরই সেখানে সুনামি সতর্কতা জারি করলেও পরবর্তীতে তা বাতিল করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।