bangla news

ভেনেজুয়েলায় কারাগারে সংঘর্ষে নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২৫ ১:৩৬:৩৯ পিএম
কারাগারে নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত

কারাগারে নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত

ঢাকা: ভেনেজুয়েলার পর্তুগুয়েসা রাজ্যের একটি কারাগারে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২৯ জন কারাবন্দি নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ মে) রাজ্যের আকারিগুয়া শহরের একটি কারাগারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

জানা যায়, আকারিগুয়া শহরের পুলিশ স্টেশনের কারাগারে হট্টগোল বাঁধলে পুলিশ সদস্যরা এটি থামাতে যায়। সেসময়ই পুলিশ সদস্যদের সঙ্গে কারাবন্দিদের সংঘর্ষ বেঁধে যায়। এতে ২৯ কারাবন্দি নিহত হয়।

রাজ্যের নিরাপত্তা বিভাগের প্রধান অস্কার ভেলেরো বলেন, সংঘর্ষের সময় কারাবন্দিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ও গ্রেনেড বোমা নিক্ষেপ করে। এতে পুলিশেরও ১৯ সদস্য আহত হয়েছেন।

তবে কারাবন্দিদের কাছে কিভাবে বন্দুক ও গ্রেনেড এলো- তা নিয়ে প্রশ্ন তুলছে মানবাধিকার সংস্থাগুলো।

বিভিন্ন মানবাধিকার সংস্থা জানায়, এ কারাগারটি ২৫০ জনের থাকার উপযোগী হলেও এখানে অন্তত ৫৪০ জন কারাবন্দি ছিলো। এছাড়া কারাগারটিতে অবৈধভাবে অস্ত্র ও মাদক পাচারের ঘটনা ঘটে থাকে।

বিগত বছরগুলোতে ভেনেজুয়েলার কারাগারগুলোতে প্রায়ই এ ধরনের বিশৃ্ঙ্খলার ঘটনা ঘটছে। ২০১৮ সালে দেশটির একটি কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৮ জন কারাবন্দি নিহত হয়েছিলেন। এর আগে ২০১৭ সালে দেশটির দক্ষিণাঞ্চলের একটি কারাগারে সংঘর্ষে ৩৭ জন নিহত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, মে ২৫, ২০১৯
এসএ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-25 13:36:39