ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ছত্তিশগড়ে জিপ-ট্রাক সংঘর্ষে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, মে ২০, ২০১৯
ছত্তিশগড়ে জিপ-ট্রাক সংঘর্ষে নিহত ৬ দুর্ঘটনা কবলিত গাড়ি। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের ছত্তিশগড়ে জিপ গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০জন।

সোমবার (২০ মে) রাজ্যের সুরাজপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক নারী ও একটি শিশু রয়েছে।

পুলিশ জানায়, জিপ গাড়িতে করে সুরাজপুরের একটি মন্দিরে যাচ্ছিলেন ১৫ যাত্রী। পেন্ডারিঘাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই গাড়ির চালকসহ পাঁচজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।  

যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারানোয় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ২০, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad