bangla news

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-১৯ ১২:৩০:০০ পিএম
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে। ছবি: সংগৃহীত

বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে। ছবি: সংগৃহীত

ঢাকা: নেপালের ধাদিং জেলায় একটি যাত্রীবাহী বাস মোড় ঘুরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে পাঁচজন নিহত ও ২৮ জন আহত হয়।

রোববার (১৯ মে) সকালে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে নেপালের স্থানীয় সংবাদমাধ্যম।

জানা যায়, রোববার যাত্রীবাহী বাসটি দেশটির ঝাপা জেলা থেকে রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। এসময় ধাদিং জেলার কাছে এসে মোড় ঘুরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি স্থানীয় ত্রিশুলি নদীতে পড়ে যায়। এতে পাঁচজন নিহত ও ২৮ জন আহত হয়। 

স্থানীয় পুলিশ কর্মকর্তা রাজকুমার বাইদওয়ার বলেন, দুর্ঘটনায় এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। আহতদের মধ্যে ১৪ জনকে স্থানীয় হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি ১৪ জনকে উন্নত চিকিৎসার জন্যে কাঠমান্ডুতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় হতাহতদের পরিচয় এখনও জানানো হয়নি। তবে শিগগিরই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাসটির চালক।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মে ১৯, ২০১৯
এসএ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-19 12:30:00