ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

বেলুচিস্তানে পাঁচতারকা হোটেলে হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মে ১২, ২০১৯
বেলুচিস্তানে পাঁচতারকা হোটেলে হামলা, নিহত ৩ এই পাঁচ তারকা হোটেলে হামলা চালায় বন্দুকধারীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি পাঁচ তারকা হোটেলে বন্দুকধারীদের হামলায় তিন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চার জন।

বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় হোটেলটিতে শনিবার (১১ মে) স্থানীয় সময় পাঁচটার কিছু আগে এ হামলা চালানো হয়।  

খবরে বলা হয়, হামলার পর বেলুচিস্তানের বন্দর শহর গওয়াদরের পার্ল কন্টিনেন্টাল হোটেলের অধিকাংশ অতিথিকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

বন্দরটিতে চীনের মাল্টি বিলিয়ন ডলারের একটি প্রকল্পের কাজ চলছে।

এদিকে হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি। জঙ্গিগোষ্ঠীটি বলছে, চীনা বিনিয়োগে স্থানীয়দের খুব একটা লাভ হবে না। তাই বিদেশি বিনিয়োগকারীদের লক্ষ্য করে এ হামলা চালিয়েছে তারা।  

হামলার সময় কতজন গেস্ট হোটেলে ছিলেন তা জানা যায়নি। তবে অধিকাংশ অতিথিকে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন কর্মকর্তারা।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, তিন বন্দুকধারীর হামলায় হোটেলটির এক নিরাপত্তা রক্ষী নিহত হয়।  

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, মে ১২, ২০১৯/আপডেট: ১১২৮ ঘণ্টা
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ