ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতে চলছে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মে ১২, ২০১৯
ভারতে চলছে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ

ঢাকা: ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় সাতটি রাজ্যের ৫৯টি আসনে ভোটগ্রহণ চলছে।

রোববার (১২ মে) সকাল ৭টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এ দফায় ভোটগ্রহণের রাজ্যগুলো হলো- পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, হরিয়ানা এবং দিল্লি। ৫৯টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গে ৮টি, উত্তর প্রদেশে ১৪টি, বিহারে ৮টি, মধ্যপ্রদেশে ৮টি, ঝাড়খন্ডে ৪টি, হরিয়ানায় ১০টি ও দিল্লিতে ৭টি আসন রয়েছে।

পশ্চিমবঙ্গের আসনগুলো হচ্ছে- বাঁকুড়া, বিষ্ণুপুর, ঘাটাল, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, পুরুলিয়া ও তমলুক।

নির্বাচন কমিশন জানিয়েছে, ষষ্ঠ দফার ভোটগ্রহণের সাতটি রাজ্যের ৫৯টি আসনে মোট প্রার্থী ৯৭৯ জন। আর ভোটারের সংখ্যা প্রায় দশ কোটি।

ভারতের লোকসভা নির্বাচনে এবার মোট সাত দফায় ভোটগ্রহণ হচ্ছে। এবারের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে।

এর আগে ১১ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট হয়। এরপর ১৮ এপ্রিল দ্বিতীয় দফা, ২৩ এপ্রিল তৃতীয় দফা, ২৯ এপ্রিল চতুর্থ দফা ও ৬ মে পঞ্চম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, মে ১২, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।