ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ২ পুলিশ নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ২ পুলিশ নিহত জঙ্গলে টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা, ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২৭ এপ্রিল) রাজ্যটির বিজাপুর জেলায় এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ক্যাম্প থেকে টহলে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা।

এসময় তাদের ওপর মাওবাদীরা চোরাগোপ্তা হামলা চালায়। এতে দুইজন নিহত হন। এছাড়া আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সংবাদমাধ্যম বলছে, দেশটির কেন্দ্রীয় পুলিশের সহায়তায় রাজ্য পুলিশ ছত্তিশগড়ের জঙ্গলে মাওবাদীবিরোধী অভিযান শুরু করেছে। আর এ ব্যবস্থা নেওয়ার পর থেকে মাওবাদীদের হামলার ঝুঁকিও বেড়েছে।

দেশটির প্রথম ধাপের লোকসভা নির্বাচনের দুইদিন আগে ৯ এপ্রিল ছত্তিশগড়ের দন্তেওয়ারাও মাওবাদী হামলা হয়েছিল বিজেপির গাড়িবহর লক্ষ্য করে। ওই হামলায় বিজেপির বিধায়ক ভীমা মাণ্ডবী ও তার চার নিরাপত্তা রক্ষী নিহত হন।

বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ