bangla news

ভারতে চলছে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৪-২৩ ৯:৪৬:৩৬ এএম
লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। ছবি: সংগৃহীত

লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ১২ টি রাজ্যের ১১৩ টি আসন ও দু’টি কেন্দ্রীয় অঞ্চলের দু’টি আসনে ভোটগ্রহণ চলছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল থেকে এ ভোটগ্রহণ শুরু হয়েছে।

তৃতীয় দফায় ভোটগ্রহণের রাজ্যগুলো হলো- আসাম, বিহার, গোয়া, গুজরাট, কর্নাটক, কেরালা, মহারাষ্ট্র, উড়িষ্যা, ত্রিপুরা, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, ও ছত্তিশগড়। আর কেন্দ্রীয় অঞ্চলগুলো হলো- দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউ। 

এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৫টি আসন। আসনগুলো হলো- বালুরঘাট, জঙ্গিপুর, মালদহ দক্ষিণ, মালদহ উত্তর ও মুর্শিদাবাদ।

আজকের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- গুজরাটের গান্ধীনগর আসনে বিজেপির সভাপতি অমিত শাহ, কেরালার ওয়ানাড আসনে কংগ্রেস প্রধান রাহুল গান্ধী, উত্তর প্রদেশের পিলিভিত আসনে বিজেপির বরুন গান্ধী, পশ্চিমবঙ্গের বালুরঘাট আসনে তৃণমূলের অর্পিতা ঘোষ ও উত্তর প্রদেশের রামপুর আসনে বিজেপির জয়াপ্রদা।

তৃতীয় দফার এ ভোটগ্রহণে প্রায় সাড়ে ১৮ কোটি ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভারতের লোকসভা নির্বাচনে মোট সাত দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে তৃতীয় দফার নির্বাচনেই সর্বোচ্চ সংখ্যাক আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবারের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে।

এর আগে ১১ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ এবং ১৮ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
এসএ/

ক্লিক করুন, আরো পড়ুন :   ভারত
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-04-23 09:46:36