ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মঙ্গলবার শ্রীলঙ্কায় রাষ্ট্রীয় শোক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
মঙ্গলবার শ্রীলঙ্কায় রাষ্ট্রীয় শোক

ঢাকা: রাজধানী কলম্বো ও এর আশপাশের চারটি হোটেল ও তিনটি গির্জাসহ মোট আটটি পৃথক স্থানে ভয়াবহ বোমা হামলার ঘটনায় স্তম্ভিত হয়ে আছে শ্রীলঙ্কা। ক্রমেই বাড়ছে লাশের সারি।

ন্যাক্কারজনক এসব প্রাণঘাতী হামলার ঘটনায় আগামী মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

সোমবার (২২ এপ্রিল) দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার নেতৃত্বে জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তাছাড়া সোমবার স্থানীয় সময় রাত ৮টা থেকে মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর ৪টা পর্যন্ত আট ঘণ্টা পূর্ব সতর্কতা হিসেবে নতুন করে কারফিউ জারি করা হয়েছে। এর আগে হামলার পর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সোমবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

রোববার সকাল ও বিকেলে দফায় দফায় বোমা হামলার পর সোমবার সকালে শ্রীলঙ্কার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ২৯০ জনের প্রাণহানির কথা জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। নিহতদের মধ্যে ৩৫ জন বিদেশি নাগরিকও রয়েছেন।

হামলার ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ২৪ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাদেরকে বর্তমানে হামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
এসএ/জেডএস

** 
শ্রীলঙ্কায় নতুন করে কারফিউ জারি
** শ্রীলঙ্কা হামলার পর সমুদ্রসীমায় নজরদারি বাড়িয়েছে ভারত
** শ্রীলঙ্কা হামলায় ড্যানিশ ধনকুবেরের ৩ সন্তানের মৃত্যু
** শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত বেড়ে ২৯০
** খাবারের লাইনে দাঁড়িয়ে আত্মঘাতী, হামলাকারী শ্রীলঙ্কান
** শ্রীলঙ্কায় মসজিদে পেট্রোল বোমা হামলা, দোকানে অগ্নিসংযোগ
** শ্রীলঙ্কায় হামলা: আটক ২৪ সন্দেহভাজন
** শ্রীলঙ্কা বিমানবন্দর এলাকায় বোমা উদ্ধার
** শ্রীলঙ্কা হামলা, আরও ১৩ জন আটক
** শ্রীলঙ্কার শোকে অন্ধকার রাখা হবে আইফেল টাওয়ার
** গির্জা-হোটেলে বোমায় রক্তাক্ত শ্রীলঙ্কা, নিহত বেড়ে ২০৭ 
** ডোনাল্ড ট্রাম্পের কাণ্ডজ্ঞান!
** শ্রীলঙ্কা হামলায় বিশ্বনেতাদের নিন্দা
** হামলার ঘটনায় শ্রীলঙ্কাজুড়ে পুলিশের তল্লাশি
** শ্রীলঙ্কায় বোমা হামলায় জড়িত সন্দেহে ৭ জন আটক
** শ্রীলঙ্কায় ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধ
** শ্রীলঙ্কায় বোমা হামলা: অভ্যন্তরীণ প্লেন চলাচল স্থগিত
** জনগণকে শান্ত থেকে সহযোগিতার আহ্বান মাইথ্রিপালার
** শ্রীলঙ্কার বোমা হামলায় নিহতদের মধ্যে বিদেশি ৩৫
** সিরিজ হামলার কয়েকঘণ্টা পর ফের ২ দফা বিস্ফোরণ শ্রীলঙ্কায়
** বোমা হামলার পর শ্রীলঙ্কায় কারফিউ জারি
** শ্রীলঙ্কায় হামলার ব্যাপারে সতর্ক করেছিলো পুলিশ
** শ্রীলঙ্কায় ভয়াবহ হামলায় মোদী-ইমরানের নিন্দা
** শ্রীলঙ্কায় দুই বাংলাদেশির খোঁজ মিলছে না
** শ্রীলঙ্কার বোমা হামলায় নিহতদের মধ্যে বিদেশি ৩৫
** জরুরি বৈঠক ডেকেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
** শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত ১৫৮, আহত ৫ শতাধিক
** শ্রীলঙ্কায় গির্জা-হোটেলে বোমা হামলা, শতাধিক নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।