ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

বোমা হামলার পর শ্রীলঙ্কায় কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, এপ্রিল ২১, ২০১৯
বোমা হামলার পর শ্রীলঙ্কায় কারফিউ জারি শ্রীলঙ্কায় গির্জায় হামলার পর ঘটনাস্থলে উদ্ধারকর্মীসহ অন্যরা

ঢাকা: শ্রীলঙ্কার তিনটি গির্জা, চারটি অভিজাত হোটেল এবং পৃথক আরেকটি স্থানে ভয়াবহ বোমা হামলার পর দেশটিতে কারফিউ জারি করেছে সরকার।

রোববার (২১ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা কারফিউ জারি করা হয়েছে।

এর আগে সকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও এর আশপাশের তিনটি গির্জা, চারটি অভিজাত হোটেল এবং পৃথক আরেকটি স্থানে বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫৮ জন নিহত এবং পাঁচ শতাধিক আহত হয়েছেন।

 

এ ঘটনায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা শোক জানিয়েছেন। একই সঙ্গে এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার ও সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

নিন্দা জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদরাও নিন্দা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।