ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মেক্সিকোতে বারে বন্দুকধারীর হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
মেক্সিকোতে বারে বন্দুকধারীর হামলায় নিহত ১৩

ঢাকা: মেক্সিকোর উপসাগরীয় রাজ্য ভেরাক্রুজের মিনাটিটলান শহরের একটি বারে বন্দুকধারীর হামলায় ১৩ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

সংবাদ মাধ্যম জানিয়েছে, দুর্বৃত্তরা স্থানীয় সময় শুক্রবার (১৯ এপ্রিল) রাতে মিনাটিটলান শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি বারে এক লোককে খুঁজতে এসে এ হামলা চালায়।

রাজ্য সরকারের এক মুখপাত্র জানান, হামলার ঘটনায় সাতজন পুরুষ, পাঁচজন নারী ও একশিশু নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন আরও চারজন।  

তবে হামলার কারণ এখনও জানা যায়নি।

জানা যায়, বারটিতে একটি পারিবারিক অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়েছে।

এক টুইটার বার্তায় রাজ্যের পাবলিক নিরাপত্তা বিভাগের প্রধান হুগো গুতিরেজ বলেন, হামলাকারীদের আটক করতে অভিযান চালানো হয়েছে।

আগামী ২১ এপ্রিল (রোববার) ঘটনাস্থল পরিদর্শনে যাবেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস স্যানুয়েল লোপেজ ওব্রাদোর।

২০০৬ সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে মাদক ব্যবসায়ী ও নিরাপত্তাকর্মীদের মধ্যকার সংঘর্ষে অন্তত দুই লাখ মানুষ নিহত হয়েছেন। কয়েক বছর ধরেই দেশটির তেল সমৃদ্ধ রাজ্য ভেরাক্রুজে বিভিন্ন দলের এবং রাজনৈতিক সহিংসতাসহ দুর্নীতি ক্যালেঙ্কারি বেড়েই চলেছে।

এগুলো নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েই ২০১৮ সালের ডিসেম্বরে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট আন্দ্রেস স্যানুয়েল লোপেজ ওব্রাদোর।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।