ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্রবিরোধী সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
ইরানে যুক্তরাষ্ট্রবিরোধী সমাবেশ ইরানের রেভল্যুশনারি গার্ড, ছবি: সংগৃহীত

ঢাকা: ইরানের সশস্ত্র বাহিনীর অভিজাত অংশ রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যায়িত করার প্রতিবাদে যুক্তরাষ্ট্রবিরোধী সমাবেশ করেছে ইরানের জনগণ।

শুক্রবার (১২ এপ্রিল) জুমার নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে কয়েক হাজার মানুষ জড়ো হয়ে এ সমাবেশ পালন করেন।

সমাবেশে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পতাকা পুড়ানো হয়।

সেইসঙ্গে দেশ দু’টির বিরুদ্ধে ‘আমেরিকার পতন হোক’ এবং ‘ইসরায়েলের পতন হোক’ বলে স্লোগানও দেওয়া হয়।

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার ইরানের বিভিন্ন শহরেই এ ধরনের সমাবেশ পালন করা হয়েছে।

চলতি সপ্তাহেই ইরানের ওপর চাপ প্রয়োগ করতে দেশটির রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলে বিবৃতিতে আখ্যায়িত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি মধ্যপ্রাচ্যসহ আশপাশের দেশগুলোতে জঙ্গি কার্যক্রম চালাতে অর্থ সহায়তা করে বলেও হোয়াইট হাউস দোষারোপ করেছে তেহরানকে।

এ পরিপ্রেক্ষিতে মার্কিন সৈন্যদের পাল্টা ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করে ইরান। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রকে ‘সন্ত্রাসী সমর্থনকারী দেশ’ হিসেবেও আখ্যায়িত করে তেহরান।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad