ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

আফগানিস্তানে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
আফগানিস্তানে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩২ বন্যায় ক্ষতিগ্রস্ত হেরাত প্রদেশ। ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭০০ বাড়িঘর আর নিখোঁজ রয়েছেন অন্তত ১২ জন।

শনিবার (৩০ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছেন।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র হাসিবুল্লাহ সির খানি বলেছেন, দু’দিন ধরে হওয়া ভারী বৃষ্টিপাতের কারণেই এ বন্যার সৃষ্টি হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির সাতটি প্রদেশ।  

হেরাত প্রদেশের মুখপাত্র জিলানি ফরহাদ বলেন, আকস্মিক বন্যায় এ প্রদেশেই প্রায় আটজনের প্রাণহানি হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর, কিছু ঐতিহাসিক স্থান, কৃষিজমি, ব্রিজ ও সড়কপথ। মারা গেছে কয়েকশ’ গবাদি পশুও।

অবকাঠামোগত ক্রুটি ও সঠিক ব্যবস্থাপনা না থাকায় আফগানিস্তানে প্রায়ই বন্যা হয়। তবে তা এমন তীব্র আকার ধারণ করে না।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এসএ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।