ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

তুরস্কে অগ্নিকাণ্ডে ৫ আফগান শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
তুরস্কে অগ্নিকাণ্ডে ৫ আফগান শ্রমিক নিহত ঘটনাস্থলে দমকল কর্মী, পুলিশ কর্মকর্তা এবং জরুরি সহায়তা দলের সদস্যরা। ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ আফগান শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও প্রায় ১১ জন। 

শুক্রবার (২৯ মার্চ) সকালে স্থানীয় একটি তিনতলা পরিত্যক্ত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডের পর দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আগুন লাগা এ ভবনটি পরিত্যক্ত ও বসবাসের অযোগ্য ছিল।

তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন আঙ্কারার গভর্নর ভাসিপ শাহিন।

ঘটনাস্থলের ফুটেজ থেকে দেখা যায়, অগ্নিকাণ্ডে ভবনটির সামনের অংশ পুড়ে কালো হয়ে গেছে। ঘটনাস্থলে দমকল কর্মী, পুলিশ কর্মকর্তা এবং জরুরি সহায়তা দলের সদস্যরা রয়েছেন। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে কাজ করছেন।

এদিকে বুরাক বুরহান বিয়িকলি নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, আঙ্কারায় থাকা শরণার্থীরা ভবনটিকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতেন। শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করেছেন তিনি।
 
বিয়িকলি বলেন, আফগানিস্তানে চলমান গৃহযুদ্ধের কারণে শরণার্থীরা আমাদের দেশে এসে বসবাস করছেন। কোনো রকমে তাদের জীবনটা চালাতে হবে বলেই তারা আমাদের দেশে আশ্রয় নিয়েছেন।

অন্যদিকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।  

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এসএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।