ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ম্যানিফেস্টোতে ‘সন্ত্রাসী হামলা’ লিখেছেন হামলাকারী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, মার্চ ১৫, ২০১৯
ম্যানিফেস্টোতে ‘সন্ত্রাসী হামলা’ লিখেছেন হামলাকারী

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদ ও পৃথক এক স্থানে সন্ত্রাসী হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এত আহত হয়েছেন বহুজন।

এদিকে হামলার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

আটক ব্যক্তি অস্ট্রেলিয়ান নাগরিক বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।

ওই সংবাদ মাধ্যম জানিয়েছে হামলাকারী তার বুকে একটি ম্যানিফেস্টোতে এটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে দাবি করেছেন।

পুলিশ কমিশনার মাইক বুশ ঘটনাস্থল থেকে একজনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। তবে হামলার সঙ্গে ঠিক কতজন জড়িত তা প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।

হামলাকারীর বর্ণনা দিয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, শ্বেতাঙ্গ ওই ব্যক্তির বয়স ৩০-৪০ এর মধ্যে হবে। তার পায়ে ও শরীরে বিভিন্ন ম্যাগাজিনের টুকরো আটকানো ছিলো।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।