ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইরানে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
ইরানে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে নিহত ২ আহভাজ ও মাহশাহর শহরের মধ্যবর্তী সংযুক্ত গ্যাস পাইপলাইনের বিস্ফোরণ/ছবি: সংগৃহীত

ঢাকা: ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত শহরে একটি গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে দু’জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স।

বৃহস্পতিবার (১৪ মার্চ) অগ্নিনির্বাপক বাহিনীর প্রধান আলী তরাবপুর সংবাদ সংস্থা ফার্সকে বলেছেন, বিস্ফোরণের এ ঘটনায় একটি বাস, ট্রাক ও গাড়িতে আগুন ধরে যায়। এতে কতজন আহত হয়েছেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

পারস্য উপসাগরের কাছে আহভাজ ও মাহশাহর শহরের মধ্যবর্তী সংযুক্ত গ্যাস পাইপলাইনে বিস্ফোরণটি হয়।

অবকাঠামোগত ভঙ্গুর দশার কারণে ইরানে এ ধরনের ঝুঁকির আশঙ্কা বেশি। বহু বছর ধরে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এ সমস্যার সমাধানও করতে পারছে না তারা। তাছাড়া এ ধরনের ঝুঁকি মোকাবিলায় দেশটিতে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থাও খুব নিম্নমানের।

২০১৮ সালের আগস্ট মাসেও দেশটির রাজধানী তেহরানের একটি স্পোর্টস কমপ্লেক্সে গ্যাস বিস্ফোরণের ঘটনায় তিনজন শ্রমিক নিহত হন।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।