ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

চীনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
চীনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত চীনা একটি যুদ্ধবিমান, ছবি: সংগৃহীত

ঢাকা: চীনের হাইনান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে প্রশিক্ষণ চলাকালীন সময়ে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

দেশটির সেনাবাহিনীর ওয়েবসাইট পিএলএ মাইক্রোব্লগ থেকে জানা গেছে, মঙ্গলবার (১২ মার্চ) প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত লেডংয়ে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

আরও জানা যায়, দুর্ঘটনাটির প্রভাবে অন্য কোনো ক্ষতি হয়নি। তবে প্লেনটি কোন মডেলের ছিল কিংবা অন্য আর কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

দক্ষিণ চীন সাগরের হাইনানে একাধিক সামরিক ঘাঁটি রয়েছে। সেকারণেই সাগরটি চীনের দখলেই রয়েছে বলে দাবি তাদের। তবে তাদের এ দাবিটি অন্যান্য আঞ্চলিক সরকারের মধ্যে বিতর্কিত।

২০০১ সালে মার্কিন নৌবাহিনীর একটি নজরদারি প্লেনের সঙ্গে চীনের যুদ্ধবিমানের সংঘর্ষ হলে প্লেনটি হাইনানে জরুরি অবতরণ করে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।