ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ বিধ্বস্ত মিগ-২১

ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ নামে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এর পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

রাজস্থানের বিকানারে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড়াল দেওয়ার পর শুক্রবার (০৮ মার্চ) বিকেলে প্লেনটি বিধ্বস্ত হয়।

এদিকে ওই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

তবে সূত্রের বরাতে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পাখির সঙ্গে ধাক্কা লাগায় প্লেনটি বিধ্বস্ত হয়েছে। কোনো কোনো সংবাদ মাধ্যম যান্ত্রিক ত্রুটির তথ্যও জানিয়েছে।

গত কয়েক মাসে বিচ্ছিন্নভাবে ভারতীয় বিমান বাহিনীর বেশ কয়েকটি প্লেন বিধ্বস্তের ঘটনা ঘটেছে। কোনো কোনো ঘটনায় পাইলটেরও মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।