ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত ২০, আহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত ২০, আহত ৪০ দুর্ঘটনাকবলিত ট্রেন ও ঘটনাস্থলে উপস্থিত উদ্ধারকর্মীরা

মিশরের রাজধানী কায়রোয় একটি ট্রেন দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। দেশটির নিরাপত্তারক্ষী ও মেডিকেল সূত্রের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

জানা যায়, কায়রোর রামসেস স্টেশনে একটি ট্রেন দুর্ঘটনায় পড়লে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আগুন প্লাটফর্মে ছড়িয়ে পড়ে।

আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু হয় লোকজনের।

দ্রুতই অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবাউলি বলেছেন, দুর্ঘটনায় কারো কোনো অবহেলা পাওয়া গেলে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে মিশরে প্রায়ই ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি হয়ে থাকে। এক পরিসংখ্যানে দেখা যায়, ২০১৭ সালে দেশটিতে এক হাজার ৭৯৩টি ট্রেন দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad