ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

টেক্সাসে ৩ আরোহীসহ পণ্যবাহী প্লেন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
টেক্সাসে ৩ আরোহীসহ পণ্যবাহী প্লেন বিধ্বস্ত ট্রিনিটি উপসাগরে বিধ্বস্ত হয়েছে প্লেনটি

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসের আনাহুয়াক শহরের নিকটস্থ ট্রিনিটি উপসাগরে তিনজন আরোহীসহ একটি পণ্যবাহী প্লেন বিধ্বস্ত হয়েছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) প্লেনটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

এফএএ’র দেওয়া বিবৃতি থেকে জানা যায়, প্লেনটি পরিচালনা করছিল অ্যাটলাস এয়ার।

রাডার অনুযায়ী প্লেনটি হাসটন জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্ট থেকে ৩০ মাইল দক্ষিণ-পূর্বে পৌঁছেছিল। প্লেনটি মিয়ামি থেকে হাসটনের দিকে যাচ্ছিল।

এফএএ’র দেওয়া টুইটার বার্তা থেকে জানা যায়, ‘বোয়িং ৭৬৭’ এর সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হলে অ্যাটলাস এয়ার ফ্লাইট ৩৫৯১ এর উপর সতর্কতা জারি করা হয়।

ঘটনাটির তদন্ত করছে দি ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এসটিএসবি)।

তবে তিন আরোহীর ব্যাপারে কর্তৃপক্ষ কিছু না বললেও, প্লেনটিতে থাকা কেউই বেঁচে নেই বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।