ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে কার্পেট কারখানায় বিস্ফোরণে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৭, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
ভারতে কার্পেট কারখানায় বিস্ফোরণে নিহত ১১ ভারতের উত্তর প্রদেশের ভাদোহি জেলার কার্পেট কারখানা, যেটিতে বিস্ফোরণ ঘটেছে

ভারতের উত্তর প্রদেশের ভাদোহি জেলার একটি কার্পেট কারখানায় বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে এ বিস্ফোরণ ঘটে। কারখানার সামনের অংশটি আতশবাজি তৈরির কাজে ব্যবহৃত হতো।

মূলত আতশবাজি থাকার কারণেই বিস্ফোরণটি ব্যাপক আকার ধারণ করে।  

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পুরো ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। ধসে পড়ে তিনটি ঘর।  

সংবাদ সংস্থা পিটিআই’র প্রতিবেদন থেকে জানা যায়, বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে।

ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক বিশেষজ্ঞ ও ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) একটি দল।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ