ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সন্ত্রাসীগোষ্ঠীকে ‘সমর্থন’ নয়, পাকিস্তানকে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
সন্ত্রাসীগোষ্ঠীকে ‘সমর্থন’ নয়, পাকিস্তানকে যুক্তরাষ্ট্র কাশ্মীরে হামলার পর ঘটনাস্থল

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার ঘটনা কেন্দ্র করে পাকিস্তানকে এখনই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ‘সমর্থন’ দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজ্যের পুলওয়ামা জেলার অবন্তিপুর এলাকার গোরিপুরে ৩৫০ কেজি ওজনের একটি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটলে এখন পর্যন্ত প্রায় ৪০ জন নিহত হয়েছেন।

এ ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ।

এরপর হামলায় পাকিস্তানের জড়িত থাকার দাবি করেছে ভারত সরকার। তবে এক বিবৃতিতে বিষয়টি অস্বীকার করেছে পাকিস্তান।

অন্যদিকে পাকিস্তানকে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ‘সমর্থন’ না করতে এবং দেশটিতে তাদের ‘নিরাপদ আশ্রয়ের’ ব্যবস্থা না রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ সেন্ডার্স এক বিবৃতিতে একথা জানান।

হোয়াইট হাউসের দেওয়া বিবৃতিতে তিনি বলেন, এই হামলার ঘটনাটি জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করতে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।  

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।