bangla news

কাশ্মীরে বিস্ফোরণে বিশেষায়িত বাহিনীর ৮ জওয়ান নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০২-১৪ ৫:১৩:৪১ পিএম
বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত একটি গাড়ি। ছবি: সংগৃহীত

বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত একটি গাড়ি। ছবি: সংগৃহীত

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বিস্ফোরণে বিশেষায়িত বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) আট সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ ক’জন।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজ্যের পুলবামা জেলার অবন্তিপুর এলাকার গোরিপুরে এ বিস্ফোরণ ঘটে। 

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ফেটে এই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণের পর ওই এলাকায় গুলির শব্দ শোনা গেছে।

কিছু সংবাদমাধ্যম বলছে, সিআরপিএফের সদস্যদের বহনকারী গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা আইইডি বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে।

ভারতের কাশ্মীরসহ কিছু এলাকায় সংঘাত নিয়ন্ত্রণে কাজ করে আসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সশস্ত্র বিশেষায়িত বাহিনী সিআরপিএফ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এইচএ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-02-14 17:13:41