ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নির্বাচনী সমাবেশে পদপিষ্ট হয়ে নিহত ১৫

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
নাইজেরিয়ায় নির্বাচনী সমাবেশে পদপিষ্ট হয়ে নিহত ১৫ পোর্ট হারকুর্টের একটি স্টেডিয়ামে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির সমাবেশ হয়। ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার আসন্ন নির্বাচনকে ঘিরে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির এক সমাবেশে পদপিষ্ট হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কিছু লোক।

গত মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর পোর্ট হারকুর্টের একটি স্টেডিয়ামে বুহারির বক্তৃতা শেষে জনতা হুড়োহুড়ি করে বের হতে গেলে এই প্রাণহানি হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, স্টেডিয়ামে প্রবেশের গেটে কড়াকড়ি ছিল বিধায় বের হওয়ার সময় হুড়োহুড়ি করতে গিয়ে এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে।

হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বুহারি।  

আগামী শনিবার (১৬ ফেব্রুয়ারি) নাইজেরিয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বুহারির প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবকর।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।