ঢাকা, রবিবার, ২৫ কার্তিক ১৪৩১, ১০ নভেম্বর ২০২৪, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় পরিত্যক্ত পিকআপ ভ্যানে মিললো ৫ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
মেক্সিকোয় পরিত্যক্ত পিকআপ ভ্যানে মিললো ৫ মরদেহ

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে মিশোয়াকান শহরে একটি পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) মিশোয়াকান শহরের প্রায় ১০০ মাইল পশ্চিমে জিতাকুয়ারো এলাকায় ওই পিকআপ ভ্যানটি পাওয়া যায়। পাঁচ মরদেহেই বুলেটের আঘাত পাওয়া গেছে।

স্থানীয় কর্মকর্তারা ধারণা করছেন, গত সপ্তাহে তুজানত্লা শহর থেকে যে পাঁচ পুলিশ কর্মকর্তা নিখোঁজ হয়েছিলেন, এগুলো তাদের মরদেহ হতে পারে।

এ বিষয়ে প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, মরহেগুলোর ময়না-তদন্ত করা হচ্ছে।  

পিকআপ ভ্যানটি জানুয়ারিতে প্রতিবেশি রাজ্য থেকে চুরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।