ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
দিল্লিতে হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ১৫ অগ্নিকাণ্ডে তৎপর ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট

ভারতের রাজধানী দিল্লির কেরল বাগের একটি হোটেলে অগ্নিকাণ্ডে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে হোটেল আর্পিত প্যালেসে এই অগ্নিকাণ্ড ঘটে। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সাদা রঙের পাঁচতলা ভবনটিতে আগুনের লেলিহান শিখা দেখা যায়।

সংবাদমাধ্যম জানায়, ভোরেই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট। তাদের অবিরাম প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনটি থেকে ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আহতদের নিকটস্থ রাম মনোহর লোহিয়া হাসপাতালে নেওয়া হয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে দম বন্ধ হয়ে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।