ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৩, ফেব্রুয়ারি ১০, ২০১৯
মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা জিসোস রামোস

মেক্সিকোর তাবাসকো প্রদেশে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। প্রদেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, শনিবার (৯ ফেব্রুয়ারি) জিসোস রামোস নামে এক রেডিও সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, একটি রেস্তোরাঁতে সকালের নাস্তা করার সময় রামোসকে গুলি করা হয়। রেস্তোরাঁটিতে রামোস প্রায়ই যেতেন।

২০১৯ সালে মেক্সিকোতে এ নিয়ে দুইজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এর আগে জানুয়ারিতে একটি কমিউনিটি রেডিও স্টেশনের ডিরেক্টরকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল।

দি কমিউনিটি টু প্রটেক্ট জার্নালিস্ট ইমপিউনিটি ইনডেক্সের মতে, মেক্সিকো সপ্তম দেশ হিসেবে রয়েছে যেখানে সাংবাদিক হত্যার রহস্য অমীমাংসিত এবং সেখানে কাজ করা বিপজ্জনক।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
এসএ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ