ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে দাবানল: সরিয়ে নেওয়া হচ্ছে হাজারও মানুষকে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
নিউজিল্যান্ডে দাবানল: সরিয়ে নেওয়া হচ্ছে হাজারও মানুষকে আগুন নেভোনোর চেষ্টা চলছে (সংগৃহীত ছবি)

প্রবল বাতাসে নিউজিল্যাল্ডের দক্ষিণ দ্বীপের দাবানলের আগুন আশপাশের এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। জীবন বাঁচাতে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার অধিবাসীকে।

ছয়দিন আগে নেলসন শহরের কাছে শুরু হওয়া দাবানলটি এখন অগ্রসর হচ্ছে ওয়েকফিল্ড শহরের দিকে।

সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং প্রায় ৩ হাজার লোককে তাদের বাড়ি থেকে সরিয়ে তাসমান শহরে নেওয়া হয়েছে।

আগে থেকেই প্রবল বাতাসের হতে পারে জানিয়ে কর্তৃপক্ষ বলেছিল, রোববার (১০ ফেব্রুয়ারি) দাবানলটি বিপজ্জনক দিকে যেতে পারে।

এই দাবানলকে ১৯৫৫ সালের পর থেকে দেশটিতে সবচেয়ে ভয়াবহ হিসেবে বলা হচ্ছে।  

নেলসনের এমপি নিক স্মিথ বলেন, পুরো অঞ্চলটি শুষ্ক ছিল এবং এখানে প্রায় ৭০ হাজার অধিবাসী ছিল।  

আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ২৩টি হেলিকপ্টার এবং দু’টি প্লেন।  
দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার  (১২ ফেব্রুয়ারি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সেটি দাবানল জোনে নাও হতে পারে।

নিউজিল্যান্ডে এমন ভয়াবহ দাবানল অস্বাভাবিক। স্থানীয় গণমাধ্যমের মতে, এটি ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
এসএ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।