ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

চীনে তুষারপাতে কয়েক হাজার পশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
চীনে তুষারপাতে কয়েক হাজার পশুর মৃত্যু চীনে তুষারপাতে পশুর মৃত্যু (সংগৃহীত ছবি)

চীনের পশ্চিমাঞ্চলে তুষারপাতে মারা গেছে কয়েক হাজার পশু। স্থানীয় সড়কও বরফে প্রায় ১৮ ইঞ্চি ঢেকে গেছে।

পশ্চিমাঞ্চলের গ্রামগুলো প্রায় ৫ হাজার মিটার উপরে অবস্থিত। সেখানকার শ্রমিকরা নিজেদের উৎপাদিত পণ্য সরবরাহের জন্যে বরফে ঢেকে যাওয়া সড়ক পরিষ্কার করার চেষ্টা করছেন।

তবে প্রবল বাতাস এবং তুষারপাত তাদের সে চেষ্টায় ব্যাঘাত ঘটাচ্ছে।

কর্তৃপক্ষ ইতোমধ্যেই দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কিংঘাই প্রদেশের স্বায়ত্ত্বশাসিত ইউশু তিব্বতি এলাকাটিতে পশু চিকিৎসক, ওষুধ এবং পশু খাদ্য পাঠিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি নিউজ এজেন্সি শিনহুয়া।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
এসএ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ