ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ফিলিপাইনে গির্জায় বোমা হামলায় নিহত ২৭

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
ফিলিপাইনে গির্জায় বোমা হামলায় নিহত ২৭

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সুলু প্রদেশে খ্রিস্টান সম্প্রদায়ের গির্জায় দু’টি বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৬ জন।

রোববার (২৭ জানুয়ারি) সকালে প্রদেশটির জোলো দ্বীপের ওই গির্জার ভেতরে একটি এবং পার্কিংস্থলে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে ৫ জন সৈন্যও রয়েছেন।

কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সকালের প্রার্থনা চলাকালে প্রথমে গির্জার ভেতরে হামলা হলে বেশ ক’জন প্রাণ হারান। এরপর নিরাপত্তায় নিয়োজিত সৈন্যরা প্রতিরোধ করতে গেলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।  

গত সপ্তাহে ফিলিপাইনের দক্ষিণের মুসলিম অধ্যুষিত ওই এলাকায় ‘বাংসামরো’ নামে একটি আলাদা স্বায়ত্তশাসিত অঞ্চল গঠনে গণভোট অনুষ্ঠিত হয়। কিন্তু সুলুর ভোটাররা এতে ‘না’ ভোটই দিয়েছেন বলে জানাচ্ছে সংবাদমাধ্যম।  

এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে জোলো দ্বীপে বহুদিন ধরেই সক্রিয় আবু সায়াফ সশস্ত্র গোষ্ঠী।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।