ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ফ্লোরিডায় ব্যাংকে বন্দুকধারীর হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
ফ্লোরিডায় ব্যাংকে বন্দুকধারীর হামলা, নিহত ৫ হামলার স্থলে পুলিশের ব্যাপক উপস্থিতি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে একটি ব্যাংকে বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে কমপক্ষে পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

স্থানীয় সময় বুধবার (২৩ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সাবরিং পুলিশ প্রধান কার্ল হগলুন্দ।

তিনি জানান, ‘সানট্রাস্ট’ নামে ওই ব্যাংকে বন্দুকধারী প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।

২১ বছর বয়সী ওই হামলাকারীর নাম শাপেন জেভার। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। তবে হামলার মোটিভ জানা যায়নি।

হামলার ঘটনায় নিহতরা ব্যাংকটির কর্মকর্তা নাকি তাদের গ্রাহক, সে বিষয়ে প্রাথমিক নিশ্চিত তথ্য জানাতে পারেননি তারা।  

রাজ্যের গর্ভনর রন ডি স্যান্তিস এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে দিনটি সাবরিংসের জন্য অত্যন্ত বেদনার বলে মন্তব্য করেছেন।

বেলা সাড়ে ১২টার পর গুলির ঘটনার খবর জানিয়ে পুলিশের কাছে ফোন কল আসে। দ্রুতই পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়। হামলাকারী ব্যাংকটিতে ‘জিম্মিদশা’র সৃষ্টি করে বলেও জানায় পুলিশ। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রাখলে হামলাকারী এক পর্যায়ে আত্মসমর্পণে বাধ্য হন।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সানট্রাস্ট চেয়ারম্যান এবং সিইও বিল রজার।

বাংলাদেশ সময়: ০৫৩২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।